নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় পার্টি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা সাড়ে ১১টায় শহরের সাতমাথায় জাতীয় পার্টি সদর উপজেলা ও শহর কমিটি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
এতে সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব নুরুল ইসলাম ওমর, জাপা নেতা সামছুল আলম তালুকদার, ফজলে রহিম মঞ্জু, আব্দুল আলীম, এমএ গনি সরকার, আবু তাহের আকন্দ, লুৎফর রহমান স্বপন, আব্দুল্লাহ আল মামুন, সানাউল্লাহ ছানা, এইচ এম ইকবাল, আরিফুল ইসলাম শহিদ, আজিজ আহম্মেদ রুবেল, সাহিদুল ইসলাম, মোজাম্মেল হক আকন্দ, শিল্পি বেগম, সাজ্জাদ হোসেন, অঞ্জনা, ইমন কাজী সহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এএ