শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে সাতক্ষীরা মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে আজ বুধবার সকাল ১১টায় শহরের কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহেরের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রুস্তম আলীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক বাবু বিশ্বজিৎ রায়, সহ-সভাপতি বাবু অজয় কুমার ঘোষ, আব্দুল হক, বাবু অলক কুমার ঘোষ, মাধবী রানী মন্ডল, আব্দুল মালেক প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ