বাগেরহাটের মোরেলগঞ্জে এক কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে ভাইজোড়া গ্রামের রমজান আলীর বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন- ভাইজোড়া গ্রামের জলিল হাওলাদারের ছেলে রমজান আলী (৪৮), ফেনীর সোনাগাজী উপজেলার বিষ্ণুপুর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে হৃদয় হোসেন রাকিব (২২) ও ফেনী সদরের পশ্চিম সিলোনিয়া গ্রামের রুস্তুম আলীর ছেলে মোহাম্মদ এনাম (২৪)।
পুলিশ জানিয়েছে, আটক মাদক ব্যবসায়ীদের কাছ থেকে উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারদর ৪০ হাজার টাকা।
থানার ওসি শাহজাহান আহমেদ বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এসআই শুভঙ্কর, এসআই জাহাঙ্গীর ও এসআই মোশাররফের নেতৃত্ব পুলিশের পৃথক দল ভাইজোড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে গাঁজাসহ ৩ জন হাতেনাতে ধরা পড়ে। এ ঘটনায় বুধবার সকালে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর