খাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার পানছড়ির চেঙ্গী ইউনিয়নের তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাগড়াছড়ি রিজিয়নের সদর জোনের আয়োজনে ৬ শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
এছাড়া তিনজন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম।
এ সময় খাগড়াছড়ি সদর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন ও খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর জাহিদ হাসানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইতিপূর্বেও সেনাবাহিনীর উদ্যোগে বিভিন্ন দুস্থ ও অসহায় মানুষদের মাঝে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা