বগুড়ায় ২২ বোতল ফেনসিডিলসহ দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ১২টার দিকে জেলার গাবতলী উপজেলার হাড়িভিটা মধ্যপাড়ায় বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ওই দুইজন হলেন- গাবতলী উপজেলার হাড়িভিটা মধ্যপাড়ার আছির উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (৪৫) ও তার স্ত্রী নাছিমা খাতুন (৪০)। এসময় তাদের কাছ থেকে নগদ ২৪ হাজার ৪১০ টাকা উদ্ধার করে পুলিশ।
গাবতলী মডেল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে গাবতলীর সোনারায় এলাকায় গ্রেফতারি পরোয়ানা ডিউটি চলছিল। এসময় তার জানতে পারেন ওই এলাকার হাড়িভিটা এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে। তখন সেখানে অভিযান পরিচালনা করে ২২ বোতল ফেন্সিডিলসহ ওই দম্পতিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে গাবতলী থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম