বরিশাল কেন্দ্রীয় কারাগারের দুই জন কারারক্ষী ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছে। এদের একজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। অন্য জনকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করাসহ বিভাগীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু করেছে কারা কর্তৃপক্ষ।
ইয়াবাসহ আটক ২ জন হলো বরিশাল কেন্দ্রিয় কারাগারের কারারক্ষী মো. নাঈম (২৩) এবং মো. হাসনাইন (২৪)।
বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মোটর সাইকেলযোগে ওই দুই কারারক্ষী বন্দর থানার বিশ্ববিদ্যালয় সংলগ্ন জিরো পয়েন্ট এলাকা অতিক্রম করছিলো। এ সময় টহল পুলিশ তাদের চ্যালেঞ্জ করে এবং নাইমের দেহ তল্লাশী করে ৩ পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় তাদের দুইজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। বুধবার সকালে নাইমের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরজন হাসনাইনকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বরিশাল কেন্দ্রিয় কারাগারের সুপার প্রশান্ত কুমার বনিক জানান, দুই কারারক্ষী আটকের বিষয়টি টেলিফোনের মাধ্যমে জেনেছেন। পুলিশের কাছ থেকে এ সংক্রান্ত কাগজপত্র পেলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। একই সাথে তাদের দুইজনকে সাময়িক বরখাস্ত করা হবে এবং এ লক্ষ্যে প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান জেল সুপার।
বিডি প্রতিদিন/এএ