দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জেলা বিএনপি।
আজ বুধবার দুপুরে রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াত আলী ও সদস্য সচিব অ্যাড. কামরুল ইসলাম-এর নেতৃত্বে বিএনপির কয়েকজন নেতা জেলা প্রশাসক আবু কায়সার খানের কাছে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদান কালে অ্যাড. লিয়াকত আলী বলেন, দেশের দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযাপন ব্যাহত হচ্ছে। এছাড়া দেশের বিভিন্ন ক্ষেত্রে ভয়াবহ দুর্নীতি বিরাজ করছে। তারই প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আমরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করলাম।
জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, জেলা বিএনপির নেত্রীবৃন্দ আমার কাছে একটি স্মারকলিপি প্রদান করেছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ