নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টি। বুধবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে ও সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জাপা নেতা শাখাওয়াতুল করিম পিটুল, শেখ আব্দুস সাদেক, আকরাম হোসেন খান বাপ্পী ও জেলা ছাত্র সমাজ সভাপতি পৌর কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য দিন দিন বাড়ছে। মানুষের মাঝে হাহাকার পড়েছে। প্রতিটি জিনিসের মূল্য লাগামহীনভাবে বাড়ছে। সরকারের কাছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য আহ্বান জানান তারা।
এদিকে, একই দাবিতে সকাল ১০টায় তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে তালা সদরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এমআই