কিশোরগঞ্জ সদর উপজেলার গাগলাইল মাঠের বাজার এলাকার বীর মুক্তিযোদ্ধা সুন্দর আলীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কিশোরগঞ্জ জেলা শাখা। বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবীর, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আবদুর রউফ বিপ্লব, সহ-সভাপতি মোখলেছুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক জামিল আনসারী ও সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আদিলুজ্জামান।
আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেফালী খাতুন, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল কাদির ভূঁইয়া ও কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই