- হোম
- দেশগ্রাম
- সরাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ...
অনলাইন ভার্সন
সরাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় রহমত উল্লাহ (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বাড়িউড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রহমত উল্লাহ জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি গ্রামের সুরুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার ভোরে সরাইলের বিশ্বরোড মোড় থেকে নিজের মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি যাওয়ার পথে বাড়িউড়া এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক রহমত উল্লাহর মোটর সাইকেলটিকে চাপা দিলে রহমত উল্লাহ আহত হন।আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান।
এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বিডি প্রতিদিন/এএম