বগুড়া সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ১৭টি মামলার পরোয়ানাভুক্ত আসামি জনি মোল্লাকে (৩২) গ্রেফতার । গ্রেফতারকৃত জনি বগুড়া সদরের মালতিনগর দক্ষিণপাড়ার টুকু মোল্লার ছেলে।
বগুড়া সদর থানার এস আই জাকির আল আহসান বলেন, সোমবার বিকালে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক অপারেশন শাহিনুজ্জামান শাহিনের নেতৃত্বে দিনাজপুর জেলার খানসামা উপজেলায় ডাঙ্গাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জনি প্রায় ৭ বছর ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে অগ্নিসংযোগ, ভাংচুর, নাশকতার মামলা রয়েছে। তিনি দিনাজপুরে বসবাস করে থ্রি কোয়ার্টার প্যান্টের ব্যবসা করছিলেন।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত জাহিদুল হক বলেন, গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল