বর্ণাঢ্য আয়োজনে শরীয়তপুরে পালিত হচ্ছে বাংলা নববর্ষ। এ উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
নতুন বছর উদযাপনে শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। এছাড়াও ছিলেন পুলিশ সুপার মো. এস এম আশরাফুজ্জামান, বাংলাদেশ আওয়ামী লীগের শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অনল কুমার দে।
আজ বৃহস্পতিবার সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে যন্ত্রবাদনের মধ্য দিয়ে শুরু হয়েছে শরীয়তপুরে বর্ষবরণ অনুষ্ঠান। এর পরপরই পরিবেশন করা হয়েছে সম্মীলিত কণ্ঠে রবীন্দ্রসংগীত ‘মন, জাগ মঙ্গললোকে’। অনুষ্ঠানস্থলের চারপাশ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা