নেত্রকোনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হরিজন পল্লীর দুটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রাতে শহরের পুরাতন হাসপাতাল কোয়ার্টার এলাকার হরিজন পল্লীতে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ করেই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে দুইটি বসতঘরে ছড়িয়ে পড়ে। ঘরের বাসিন্দারা তখন কাজে বাইরে থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে শরিফা আক্তার ও ইফতাতুল মিমের ঘরের ভেতরে থাকা সব মালামাল পুড়ে যায়।
খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, ‘আশপাশের মানুষ আগুন দেখে দ্রুত খবর দেয়। পাশে মগড়া নদী থাকায় পানি সরবরাহে সুবিধা হয় এবং দ্রুত আগুন নেভানো সম্ভব হয়।’
অগ্নিকাণ্ডের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিকভাবে শুকনো খাবারসহ প্রাথমিক সহায়তা প্রদান করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ