পটুয়াখালীর গলাচিপায় তিন দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা ১৪২৯ নববর্ষকে বরণ করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বর্ষবরণ উপলক্ষে মঙ্গল শোভা যাত্রা বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়। পরে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই