বাংলা নববর্ষ উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে বার্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পরে পলাশ তলায় আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এসময় জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম, প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, ড. এশিউর রহমান মৃধা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান বক্তব্য রাখেন।
পরে গ্রাম-বাংলার আবহমান নানা ঐতিহ্যবাহী বাউল গান, সাপখেলা অনুষ্ঠিত হয়। সবশেষে নরসিংদী স্টেডিয়ামে সাত দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন করা হয়।
বিডি প্রতিদিন/এএম