নতুন বছরকে বরণ উপলক্ষে নেত্রকোনায় বার্ণাঢ্য এক মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এর আগে পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বর্ষবরণে রাখি বন্ধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠের মুক্ত মঞ্চে।
পরে সেখান থেকে বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে নেত্রকোনা পৌর শহরে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়। এটি শহরের প্রধান সড়ক দিয়ে পৌরসভার মোড় হয়ে সড়কটি প্রদক্ষিণ করে আবারো মোক্তারপাড়া মাঠের মুক্ত মঞ্চের সামনে এসে শেষ হয়।
এ সময় শোভা যাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক কাজি মো আবদুর রহমান, পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী ও পৌর মেয়র নজরুল ইসলাম খানসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা। এতে জেলা শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
এদিকে, বর্ষবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে দিনব্যাপী মোক্তারপাড়া মাঠে মাটির তৈরি নানা ধরনের খেলনার পসরা সাজিয়ে বসেন দূর-দূরান্ত থেকে আসা মৃৎ শিল্পীরা। অনেকেই পারিবারিক ব্যবসা টিকিয়ে রাখতে এখনো মাটির তৈরি খেলনা ঘোড়া, গরু, মহিষ, পালকি ও পুতুলসহ শিশু কিশোরদের পছন্দের খেলনা নিয়ে বিভিন্ন স্থানে অস্থায়ী আয়োজনে শামিল হন।
ফলে আনন্দ নিয়ে ছোট ছোট শিশুরাও খেলনা কিনতে ভিড় জমায় মাঠে। অভিভাবকরাও শিশুদের হাতে খেলনা তুলে দিয়ে আনন্দিত। সকাল থেকে দুপুর পর্যন্ত সীমিত আনন্দ আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে জেলাবাসী। শিশু কিশোরসহ বিভিন্ন বয়সীরাও উচ্ছ্বসিত বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করায়।
বিডি প্রতিদিন/এমআই