ড্রেন নির্মাণ কাজের জন্য ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের নিউমার্কেট এলাকায় নবীনগরগামী লেনটি ১৭ ঘণ্টা বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা সড়ক বিভাগ (সওজ)।
এ বিষয়ে গত বুধবার ঢাকা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শামীম আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ লেন বিশিষ্ট ঢাকা-আরিচা মহাসড়কের সাভার নিউমার্কেট এলাকায় ক্রস ড্রেন নির্মাণ কাজের জন্য শুক্রবার (১৫ এপ্রিল) সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৭ ঘণ্টা নবীনগরগামী লেনটি বন্ধ রাখা হবে।
বিজ্ঞপ্তিতে ওই সড়ক বন্ধ থাকায় সার্ভিস লেন ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া যানবাহন চলাচলে সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে দুঃখও প্রকাশ করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন