কিশোরগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি চাকু ও দুইটি মোবাইল ফোনসেট। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে কিশোরগঞ্জ শহরের মনিপুরঘাট সেতু এলাকায় অভিযানটি চালায় র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার মুসলিম পাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে রায়হান (১৬), শহরের বত্রিশ এলাকার হুমায়ুন কবীরের ছেলে বিপ্লব খান (১৫) ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামের ইসলামের ছেলে সাব্বির (১৬)।
র্যাব সূত্র জানায়, একটি ছিনতাইকারী চক্র কিশোরগঞ্জ সদরের বিভিন্ন এলাকায় ইজিবাইক ছিনতাই, যাত্রীদের টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়াসহ সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে। গোপন সংবাদে প্রাপ্ত তথ্যটি যাচাই বাছাই করে এর সত্যতা পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার রাতে শহরের মনিপুরঘাট সেতু এলাকায় অভিযান চালায়। এসময় একটি চাকু ও দুইটি মোবাইল ফোনসেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
র্যাবের কোম্পানী অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ