নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ও দিঘলিয়া ইউপি চেয়ারম্যান লতিফুর রহমান পলাশ এবং একই ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম রেজওয়ান ও বিএনপি নেতা তনু হত্যাসহ ডজন খানেক মামলার পলাতক প্রধান আসামি সন্ত্রাসী সোহেল খাঁ (৪০) খুন হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে লোহাগড়া উপজেলার দিঘলিয়া পূর্বপাড় গ্রামে নবগঙ্গা নদীর পাশে তিনি খুন হন। সোহেল উপজেলার কুমড়ি গ্রামের বদিউর রহমান ওরফে বদির খাঁর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, নিহত সোহেল রাতে তার শ্বশুরবাড়ি দিঘলিয়া পূর্বপাড় গ্রামে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তারা স্বামী-স্ত্রী উভয়েই ঘর থেকে বের হয়ে বাড়ির পাশের খোলা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় আকস্মিকভাবে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল খান পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। ২০১৮ সালের ১৫ ফেফব্রুয়ারি দিঘলিয়া ইউপি চেয়ারম্যান লতিফুর রহমান পলাশ এবং ২০২০ সালের ১১ সেপ্টেম্বর একই ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম রেজওয়ান ও এর আগে বিএনপি নেতা তনু হত্যাসহ তার নামে চারটি হত্যা ও অস্ত্র মামলাসহ ১৩টি মামলা রয়েছে। তিনি এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যকালাপের সঙ্গে জড়িত ছিলে বলে অভিযোগ রয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন, “লাশের ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যববস্থা গ্রহণ করা হবে।”
বিডি প্রতিদিন/কালাম