পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে দিনাজপুর সদর উপজেলা পরিষদের হলরুমে ইফতারের পর পান্তা-ইলিশ উৎসব এর আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ এর আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার।
সভাপতির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুইদ বলেন, বাংলাদেশিদের ধর্মনিরপেক্ষ উৎসব বাংলা নববর্ষ। নতুন বছরের প্রাণবন্ত ছোঁয়ায় সবার জীবনে আনন্দ বয়ে আনুক আর পুরাতন সকল গ্লানিকে দূরে ঠেলে দিক। বাঙ্গালীর এই চিরচেনা উৎসবের মধ্য দিয়ে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদের সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোসনা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন