চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়ে গাছচাপা পড়ে মোমেনা খাতুন (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে দামুড়হুদার কুড়ুলগাছি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোমেনা খাতুন কুড়ুলগাছি গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা ও আশপাশ এলাকায় কালবৈশাখী ঝড় শুরু হয়। এসময় মোমেনা খাতুন স্বামীর সাথে তাদের টিনের ছাপড়াঘরে বসে ছিলেন। হঠাৎ পাশের একটি বড় লিচুগাছ ভেঙে পড়ে তাদের ছাপড়াঘরে। এতে গাছের নিচে চাপা পড়ে মারা যান মোমেনা।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিলো ৬৪ কিলোমিটার।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন