চুয়াডাঙ্গা পৌর এলাকার জাফরপুরে চলন্ত আলমসাধু (ভটভটি) উল্টে চালক নাজমুল হক (৩৫) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আলমসাধুর যাত্রী রিপন জোয়ার্দ্দার (৩৫)। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নাজমুল হক আলমডাঙ্গা উপজেলা নতিডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকায় ভুট্টা বিক্রি করে আলমসাধুযোগে চুয়াডাঙ্গায় আসছিলেন রিপন জোয়ার্দ্দার। পথে জাফরপুরে আলমসাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আলমসাধুর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান চালক নাজমুল হক। এসময় গুরুতর আহত হন যাত্রী রিপন জোয়ার্দ্দার।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন জানান, দুর্ঘটনার বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ