সিরাজগঞ্জের রায়গঞ্জে অজ্ঞাত যানবহন চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল আরোহী ফিরোজ মিয়া (৩৭) রংপুরের পীরগাছা থানার বিঘটারি গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে রায়গঞ্জ উপজেলার কামারপাড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, মোটরসাইকেল নিয়ে ফিরোজ মিয়া ঢাকা থেকে রংপুর যাচ্ছিলেন। পথিমধ্যে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে রায়গঞ্জ উপজেলার কামারপাড়া ব্রিজ এলাকায় অজ্ঞাত যানবহন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফিরোজ মিয়া নিহত হন। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও ফিরোজ মিয়ার লাশ উদ্ধার করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল