শেরপুরের নালিতাবাড়ীতে চৈত্র সংক্রান্তি উপলক্ষে চড়কপূজা ও মেলার আয়োজন করেছিল সনাতন ধর্মাবলম্বীরা৷ গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার নয়াবিল ইউনিয়নের চাটকিয়া গ্রামে স্থানীয়দের উদ্যোগে এই পূজা ও মেলা অনুষ্ঠিত হয়।
আয়োজক কমিটির সভাপতি রথীন্দ্র চন্দ্র বর্মণ জানান, মানুষের মঙ্গল কামনায় এলাকার সনাতন ধর্মাবলম্বীরা জাঁকজমকপূর্ণভাবে প্রতি বছর এই চড়কপূজার আয়োজন করে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতশত ভক্তরা তাদের মনোবাসনা পূর্ণ হওয়ার আশায় মানত নিয়ে এসে এ পূজায় অংশ নেন। এতে পূজা ছাড়াও চড়কগাছ ঘুরানো, পাঁঠাবলি, বর্শিখেলা ও অগ্নিখেলা অনুষ্ঠিত হয়।
এসময় গাজীপুরের মাওনার তান্ত্রিক সবুজ চন্দ্র বর্মণ তার পিঠে বর্শি গেঁথে রশির সাহায্যে চড়কগাছে ঘুরে হিন্দুভক্তদের তাক লাগিয়ে দেন। এছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে পাশের মাঠে বসে বাহারি জিনিসপত্রের বৈশাখী মেলা। আয়োজকরা আরো জানান, গত ১৮ বছর ধরে তারা এই চড়কপূজা ও মেলার আয়োজন করে আসছেন।
বিডি প্রতিদিন/নাজমুল