ব্রাহ্মণবাড়িয়ায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ সজিব রহমান (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। শুক্রবার দুপুরে র্যাব ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় পৌর এলাকার পূর্ব পাইকপাড়ার রাজ ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সজিব রহমান পৌর এলাকার পূর্ব মেড্ডার মৃত কুতুবুর রহমানের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পূর্ব পাইকপাড়ায় অভিযান চালানো হয়। এসময় সজিব রহমানকে গ্রেফতার করা হয়।
পরে তার শরীর তল্লাশি চালিয়ে ১টি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
বিডি প্রতিদিন/এমআই