ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আঁখিতারা এলাকায় তিন জুয়াড়িকে আটক করেছে সরাইল থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে আঁখিতারা দক্ষিণ পাড়া ফুটবল খেলার মাঠ থেকে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার এলাকার বিল্লাল মিয়ার ছেলে আব্দুল্লাহ (২৭), নায়েব আলীর ছেলে মনু মিয়া (২৮) ও আঁখিতারা কাজি বাড়ির জজ মিয়ার ছেলে কাজী শফিকুল ইসলাম (৫৫)।
তাদের কাছ থেকে নগদ ৩ হাজার টাকার অধিক উদ্ধার করা হয়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, গ্রেফতার ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই