বরগুনার আমতলীর কুকুয়া ইউনিয়নের কেওয়াবুনিয়া গ্রামে ডাল ফসলের উন্নত জাত বারি-৬ এর আধুনিক উৎপাদন কলা-কৌশল শীর্ষক কৃষক সমাবেশ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় আঞ্চলিক ডাল গবেষণা ইনস্টিটিউট মাদারীপুর ও বরিশাল অঞ্চলের সহযোগিতায় সরেজমিন কৃষি গবেষণা বিভাগ পটুয়াখালী এই মাঠ দিবসের আয়োজন করে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট জয়দেবপুর গাজীপুরের মহাপরিচালক ড. দেবাশীষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাধীনতা পদক প্রাপ্ত ডেপুটি প্রজেক্ট লিডার, ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার গবেষক এমএজি নিয়োগী, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মাদারীপুর অঞ্চলের ড. মো. সালেহ উদ্দিন।
আরও বক্তব্য রাখেন গাজীপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শহীদুজ্জামান, সরেজমিন গবেষণা বিভাগ পটুয়াখালীর প্রধান বৈজ্ঞানিক ড. মো. শহীদুল ইসলাম ইসলাম ও বরগুনার কৃষি উপ-পরিচালক জোবায়দুল আলম প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই