অবশেষে নিখোঁজের দুদিন পর ভূরুঙ্গামারীতে বিজিবির ভয়ে কালজানী নদীতে ঝাঁপ দিয়ে নাজমুল নামের নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের বউ বাজার নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের শুক্কুর আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, রবিবার দুপুরে ওই ইউনিয়নের বউ বাজার এলাকায় কালজানী নদীতে লাশ ভাসতে দেখে পরিবারের স্বজন ও এলাকাবাসীরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
উল্লেখ্য, গত শুক্রবার মধ্যরাতে নাজমুল ও অপর দুই সহযোগীসহ কালজানী নদীর পাড়ে বসে গল্প করার সময় বিজিবির একটি টহল দল সেখানে এলে নাজমুলসহ দুজনের একজন পালিয়ে গেলেও নাজমুল ও অপর একজন কালজানী নদীতে ঝাঁপ দেয়। এতে একজন ফিরে আসলেও নাজমুল নিখোঁজ হয়। এরপর থেকে তার পরিবারের লোকজন নিখোঁজ নাজমুলকে অনেক খুঁজে রবিবার দুপুরে নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএম