রংপুর র্যাব-১৩ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রবিবার রাতে রংপুর-বদরগঞ্জ সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে রংপুর র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব জানায়, রবিবার রাতে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বদরগঞ্জ উপজেলার রাজারামপুর এলাকার রংপুর টু বদরগঞ্জ রাস্তায় চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন একটি অটোবাইক তল্লাশি করে ১৯১ বোতল ফেন্সিডিল এবং মাদক ব্যবসায়ী দিনাজপুরের মো. নুর আলম (৩৯) মো. মরফিদুল ইসলাম (২৬) এবং রংপুর নগরীর মো. বিপুল মিয়াকে (২৬) গ্রেফতার করেন।
র্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃৃত আসামিদের বিরুদ্ধে রংপুর জেলার বদরগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা করেছে।
বিডি প্রতিদিন/এএম