নাটোর সদর উপজেলার শংকরভাগ গ্রামে পিতৃপরিচয় শনাক্ত ও দ্রুত ডিএনএ টেস্টের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মৃত মনোরঞ্জন তেলীর ছেলে পরেশ তেলী দাবি করে বলেন, অখিল চন্দ্র তেলী নামে এক ব্যক্তি নিজেকে মনোরঞ্জন তেলীর ছেলে হিসেবে দাবি করে সম্পত্তি দাবি করেন। এনিয়ে আদালতে মামলা চলমান আছে। কিন্তু তৎকালীন প্রবীণ, বয়োবৃদ্ধ নারী-পুরুষ সবাই জানেন, অখিল তেলী মনোরঞ্জনের ছেলে নয়। এমনকি মনোরঞ্জন তেলী মারা যাওয়ার পরেও অখিল পিতৃশ্রাদ্ধসহ অন্যান্য সামাজিক রীতি নীতি পালন করেননি।
সংবাদ সম্মেলনে উপস্থিত তেলী ও পাহান সম্প্রদায়ের গ্রাম প্রধানগণের মধ্যে বেলাল তেলী ও খেদন পাহান জানান, মুক্তিযুদ্ধেরও আগে নাটোর সদর উপজেলার শংকরভাগ গ্রামের মৃত মনোরঞ্জন তেলী আসো বালাকে বিয়ের দুই দিন পরে জানতে পারেন যে, তার স্ত্রী সন্তান সম্ভবা। এনিয়ে অনেক সালিশী বৈঠকের মনোরঞ্জন তার স্ত্রীকে ত্যাগ করেন। পরে প্রতিবেশী এক লোকের বাড়ীতে ১ম মেয়ে সন্তানের জন্ম হয়। পরবর্তীতে মিষ্ট পাহান নামের এক ব্যক্তির সাথে অনৈতিক সম্পর্কে জড়ালে তার প্রায় ৫ বছর পরে আসো বালার গর্ভে জন্ম হয় অখিল তেলীর। এই অবস্থায় অখিল তেলীর সঠিক পিতৃপরিচয় ও ডিএনএ টেস্টের দাবি জানান বক্তারা।
অন্যদিকে অভিযুক্ত অখিল চন্দ্র তেলী জানান, ছোটবেলা থেকেই তিনি পিতা হিসেবে মনোরঞ্জন তেলীর নাম ব্যবহার করে আসছেন। এ বিষয়টি নিয়ে স্থানীয় ইউনিয়ন পরেষদে সালিশে তার পক্ষে রায় প্রদান করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষণ তেলী, বেলাল তেলী, মিন্টু তেলী, মিজানুর রহমান, বিশ্বনাথ বিশু প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ