বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে ভাই-বোন নিখোঁজ হয়েছেন। সোমবার দুপুর ১টায় সারিয়াকান্দি পৌর এলাকার কালিতলা গ্রোয়েনবাঁধের সামনে যমুনা নদীতে গোসল করতে নেমে উপজেলার চরবাটিয়া গ্রামের মশিদুল সরকারের মেয়ে নিরা আক্তার (১২) ও তার ছোট ভাই জিসান মিয়া (৮) নিখোঁজ হয়।
গোসল থেকে ফিরে না এলে পরিবারের লোকজন খোঁজ করতে থাকে। খোঁজ করার এক পর্যায়ে না পেয়ে গোসলে নামার স্থলে জাল দিয়ে খোঁজ করেও কোন সন্ধান পাওয়া যায়নি। পানিতে ডুবে নিখোঁজ হওয়া নিরা সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী এবং জিসান ময়ূরের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলা ফায়ার সার্ভিস এর লিডার মো. ময়েজ উদ্দিন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। পরে বিষয়টি নিয়ে রাজশাহী ডুবরি দলকে জানানো হয়েছে। তারা এসে নদীতে ডুবে যাওয়া ভাই বোনকে খোঁজ করবে।
বিডি প্রতিদিন/এএম