সেচের পানি না পেয়ে দুই সাওতাল কৃষকের আত্মহত্যার প্রতিবাদে এবং ইরি বোরো চাষে নিয়মিত পানি সরবরাহ ও নিত্যপণ্যের মূল্য কমানোর দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক ফিরোজের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু ও কৃষক নেতা অধ্যাপক আব্দুল মোতালেব হাওলাদার প্রমুখ।
বক্তারা সেচের পানি না পেয়ে দুই কৃষকের আত্মহত্যার প্রতিবাদ জানান। একই সাথে ইরি ও রোরো চাষে নিয়মিত পানি সরবরাহ এবং নিত্য পন্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানান।
বিডি প্রতিদিন/হিমেল