দিনাজপুরের ফুলবাড়ীতে বন্ধ হয়ে থাকা একটি মিলের পরিত্যক্ত কক্ষের বারান্দায় শহিদুল ইসলাম নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ফুলবাড়ীর শিবনগর ইউনিয়নের দাদপুর পুরাতন বন্দরে বন্ধ থাকা একটি হাসকিং মিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এসময় সেখান থেকে হত্যায় ব্যবহৃত ছুরি ও আদালতের মামলার কাগজপত্র উদ্ধার করা হয়। নিহত শহিদুল ইসলাম (৬০) ফুলবাড়ী উপজেলার দক্ষিণ বাসুদেবপুর নয়াপাড়া গ্রামের মৃত আশরাফ মণ্ডলের ছেলে। তিনি পেশায় একজন কৃষি শ্রমিক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার রাতে বাড়িতে ফেরেননি শহীদুল। সকালে লাশ উদ্ধারের বিষয়টি এলাকাবাসীর কাছে জানতে পারেন স্বজনরা।
আফতার আলী হাসকিং মিলের পাহারাদার কানু মহন্ত সাংবাদিকদের বলেন, ওই মিলটি দেড়মাস থেকে বন্ধ রয়েছে। পাহারারত অবস্থায় ভোর ৪টার দিকে মিলের পেছনে দেখি পরিত্যক্ত একটি কক্ষের বারান্দায় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ। পরে বিষয়টি মিল মালিক ও স্থানীয়দের জানালে তারা পুলিশে খবর দেয়।
ফুলবাড়ী থানার এসআই রওশন আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শহিদুল ইসলামের মরদেহটি বন্ধ থাকা মিলের পরিত্যক্ত কক্ষের বারান্দায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তার পায়ের নখ কাটা অবস্থায় ছিল। এসময় মরদেহর পাশে একটি ছুরি ও মামলার কাগজপত্র পড়েছিল।
ফুলবাড়ী থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, ঝুলন্ত মরদেহ উদ্ধার হলেও এটি হত্যার আলামত। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ।
বিডি প্রতিদিন/এসআই