জয়পুরহাটের আক্কেলপুরে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে আক্কেলপুর উপজেলার খামার কেশবপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- আক্কেলপুর উপজেলার খামার কেশবপুর গ্রামের মোজাম্মেল হক (৬২), তার স্ত্রী মোসলেমা বিবি(৫৮) ছেলে মোত্তালেব হোসেন (৩২), বোন আনোয়ারা বেওয়া (৪০) পাঁচবিবি উপজেলার শালুয়া গ্রামের কামাল উদ্দীনের ছেলে নাজির হোসেন (৩৩)।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুর রহমান জানান, আটককৃতরা তাদের নিজ বাড়িতে দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা করে আসছিল। খামার কেশবপুর এলাকায় মাদক বেচা কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫৬ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়।
বিডি প্রতিদিন/এএম