প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দিনাজপুরের বীরগঞ্জের ক্ষুদ্র ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ৩০ জন আদিবাসী ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বাইসাইকেল বিতরণকালে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. এহ্তেশাম রেজা।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা পার্বত্য চট্টগ্রাম ব্যতীত কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন আদিবাসী ছাত্রীর মাঝে একটি করে বাইসাইকেল প্রদান করা হয়।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. সানাউল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।
বিডি প্রতিদিন/এমআই