চাঁদপুরের ফরিদগঞ্জে পারিবারিক কলহের জের ধরে ইয়াকুব বেপারী (৩০) নামে এক যুবক নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (১৮ এপ্রিল) ভোর রাতে রূপসা উত্তর ইউনয়িনের পশ্চিম রূপসা গ্রামের বেপারী বাড়ির আমিনুল হক বেপারির ছেলে ইয়াকুব বেপারী আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ এক সন্তানের জনক ইয়াকুবের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ ও মৃতের পরিবারের লোকজন জানান, জুয়া খেলাকে কেন্দ্র করে রবিবার ইয়াকুবের স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার স্ত্রী অভিমান করে বাপের বাড়িতে চলে যায়। পরে রাতে ইয়াকুব নিজ শয়ন কক্ষে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার খবর পেয়ে তার স্ত্রী স্বামীর বাড়িতে ছুটে আসে।
বিডি প্রতিদিন/এএম