খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সুইজাই কার্বারি পাড়া নামক এলাকায় জিপের চাপায় দুই স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহতরা হলো- হাতিমুড়া এলাকার হ্যাংল্লা মারমার ছেলে উগ্যজাই মারমা (১২) ও ডেপুয়া পাড়া এলাকার মৃত চাউথোই মারমার ছেলে রাজু মারমা (১৫)। এ ঘটনায় গুরুতর আহত রাসাই মারমা (৩৫) কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে
সোমবার সুইজাই কার্বারি পাড়া এলাকায় আনারস বোঝাই একটি জিপগাড়ি উচুটিলা উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে চলে আসলে পেছনে থাকা দুই শিক্ষার্থীকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহত উগ্যজাই মারমা হাতিমুড়া জুনিয়র হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র এবং রাজু মারমা উপজেলা সদরের কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার এসআই মো. নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনী পদক্ষেপ গ্রহন করা হয়েছে। লাশগুলো ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ