"জীবনকে ভালবাসুন, মাদক থেকে দূরে থাকুন" এই প্রতিপাদ্যে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তুলতে দিনব্যাপী সমন্বিত কর্মপরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে লক্ষ্মীপুরে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) জেলা প্রশাসন ও জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আব্দুল হাই। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোছাইন আকন্দ।
বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. আহম্মদ কবির, অতিরিক্ত জেলা প্রশাসক মেহের নিগার, অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর। কর্মশালায় অংশ নেন স্থানীয় বেশ কয়েকজন সাংবাদিকসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/ফারজানা