বরগুনার আমতলি উপজেলায় বিয়েতে রাজি না হওয়ায় অপহরণ করে হোটেল কক্ষে আটকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই অভিযুক্ত পলাতক।
অপহরণের পর ধর্ষণের ঘটনায় বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছে ভুক্তভোগী কিশোরীর বাবা। মঙ্গলবার ওই ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ মো. হাফিজুর রহমান মামলাটি গ্রহণ করে আমতলী থানার ওসিকে এজাহার নেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হচ্ছে বরগুনা জেলার আমতলী উপজেলার গুলিশাখালী গ্রামের আবদুল মন্নানের ছেলে রাসেল ও রাসেলের বন্ধু রাকিব।
জানা যায়, ওই কিশোরীকে স্কুলে যাওয়া-আসার পথে উত্যক্ত করে আসছিল রাসেল। গত ৬ এপ্রিল সকালে কিশোরীকে স্কুরে যাওয়ার পথে খুনের ভয় দেখিয়ে অপহরণ করে তারা। পরে কুয়াকাটার একটি আবাসিক হোটেলে কিশোরীকে আটকে রেখে ধর্ষণ করে রাসেল। রাকিব কক্ষের বাইরে পাহারা দিতে থাকে। ধর্ষণ শেষে কিশোরীকে হোটেলে রেখে তারা পালিয়ে যায়। এ ঘটনায় আমতলী থানায মামলা নিতে অস্বীকৃতি জানানোয় আদালতে মামলা করেন কিশোরীর বাবা।
আমতলী থানার ওসি মিজানুর রহমান বলেন, আমতলী থানায় কেউ মামলা করতে আসেনি। মামলা করতে আসলে অবশ্যই মামলা নিতাম।
বিডি প্রতিদিন/ফারজানা