ডায়রিয়া-নিউমোনিয়া আক্রান্ত শিশুদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে। বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাওয়ায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। পয়তাল্লিশ শয্যার বিপরীতে হঠাৎ কয়েকগুন রোগী বৃদ্ধি পাওয়ায় শয্যা সংকটে রোগী ও স্বজনরা।
স্বজনদের অভিযোগ, রোগীর তুলনায় হাসপাতালে শয্যা অপ্রতুল। এক-একটি শয্যায় ৩-৪ জন করে শিশুকে রাখতে বাধ্য হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এমনকি ওই শয্যাতেই রোগীর মায়েরাও থাকছেন। ফলে চরম দুর্ভোগে পড়েছেন তারাও। দূর থেকে আসা রোগী ও স্বজনরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকটা বাধ্য হয়েই ওয়ার্ডের বারান্দা কিংবা মেঝেতে চিকিৎসা নিচ্ছেন তারা।
রোগীর চাপের কথা স্বীকার করেছেন সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মো. শাহজাহান নেওয়াজ ।
গত ২৪ ঘণ্টায় ডায়রিয়া ও নিউমোনিয়সহ নানা রোগে ১৮৭ জন শিশু ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছে। এর মধ্যে ডায়রিয়ায় ৫৮ ও নিউমোনিয়ায় আক্রান্ত ৩৬ জন।
বিডি প্রতিদিন/নাজমুল