ফরিদপুরের চরভদ্রাসনে ২০২১-২২ অর্থবছরের কৃষি প্রণোদনার আওতায় ৪৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপা।
কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নে ৫০ জন, গাজীরটেক ইউনিয়নে ১৫০ জন, চরভদ্রাসন ইউনিয়নে ১৫০ জন ও হরিরামপুর ইউনিয়নে ১০০ জন কৃষককে এ প্রণোদনা দেওয়া হচ্ছে। তাদের প্রত্যেককে পাঁচ কেজি উচ্চ ফলনশীল (উফশী) আউশ ধান, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হচ্ছে।
এদিকে, নদীর পানি বৃদ্ধির কারণে উপজেলার চরঝাউকান্দা, হরিরামপুর ও গাজীরটেক ইউনিয়নে ফসলী জমি ক্ষতিগ্রস্ত খবর পাওয়া গেছে। এ বিষয়ে কৃষি কর্মকর্তা বলেন, মোট পানিতে আক্রান্ত মোট জমির পরিমাণ ৩১৭ একর এবং সম্ভাব্য ক্ষতিগ্রস্থ কৃষকের সংখ্যা ৬১০ জন। গত ১৭ এপ্রিল এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা