ভোলায় বাংলাদেশ কৃষক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী পালন করা হয়েছে। মঙ্গলবার ভোলা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ কৃষক লীগ ভোলা জেলা শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু।
বিশেষ অতিথি ছিলেন ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. এনামুল হক আরজু ও ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ।
‘দেশ বাঁচাও, কৃষক বাঁচাও’-শ্লোগানকে সামনে রেখে বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষকদের খুবই গুরুত্ব দেয়। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। বাংলাদেশের কৃষিক্ষেত্রে উন্নয়নে এ সরকার ব্যাপক ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তারা।
বিডি প্রতিদিন/এমআই