ঠাকুরগাঁওয়ে নাইট কোচে অভিযান চালিয়ে ১৭ কেজি ৬৩৪ গ্রাম রুপা ও ৮ লক্ষ ১৫ হাজার টাকাসহ মো. মিজানুর রহমানকে আটক করেছেনে পুলিশ। মিজানুর রহমান মানিকগঞ্জের শিংগইর পৌরসভার, সরকাপাড়া এলাকার মো. মহিবুর রহমানের ছেলে।
জানা যায়, গতকাল সোমবার রাত ১০টার দিকে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ ও সঙ্গীও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও রোড থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় শহরের শহর চৌরাস্তায় গাড়িটি আটক করে তল্লাশি চালায় পুলিশ। এসময় একটি কাপড়ের ব্যাগে ১৭ কেজি ৬৩৪ গ্রাম রুপা এবং ৮ লক্ষ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, প্রাথমিক জিঙ্গাসাবাদে মিজানুর রহমান অবৈধভাবে টাকা ও রুপা নিয়ে ঢাকায় যাওয়ার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এএ