নারীর ক্ষমতায়ন বিষয়ে ময়মনসিংহের ফুলপুর মহিলা কামিল মাদরাসায় তথ্য আপার উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় ফুলপুর পৌরসভার দিউ গ্রামে মহিলা কামিল মাদরাসা হলরুমে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার।
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন স্থানে নিয়মিত উঠান বৈঠকের অংশ হিসেবে আয়োজিত বৈঠকে তিনি বলেন, বাংলাদেশের গ্রামের অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত নারীর তথ্যে প্রবেশাধিকার এবং তাদেরকে তথ্য প্রযুক্তির সেবা প্রদান নিঃসন্দেহে নারীর ক্ষমতায়নকে তরান্বিত করবে। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে সরকার। এসময় আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি, ফুলপুর মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহ তাফাজ্জল হোসেন, উপাধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম, একটি বাড়ি একটি খামার কর্মকর্তা আবুল বাশার রাজন, তথ্যসেবা কর্মকর্তা আইরিন আক্তার প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ