দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি দিয়েছে জিটিসি। মঙ্গলবার দুপুরে দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মাানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) তাদের অধীনে কর্মরত খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত ৫২ জন শিক্ষার্থীকে মাসিক শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়।
মধ্যপাড়া পাথর খনির ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে মাসিক এই উপবৃত্তির টাকা প্রদান করেন জিটিসির নির্বাহী পরিচালক মোঃ জাবেদ সিদ্দিকীর পক্ষে উপ-মহাব্যবস্থাপক মোঃ জাহিদ হোসেন। পরে ননএমপিও ভুক্ত মধ্যপাড়া মহাবিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের জন্য বিগত মাসগুলোর জিটিসি কর্তৃক আর্থিক সহায়তার ধারাবাহিকতার অংশ হিসেবে চলতি এপ্রিল মাসের জন্য কলেজ অধ্যক্ষের হাতে মাসিক আর্থিক অনুদানের চেকও প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এএ