হবিগঞ্জে বাংলাদেশ কৃষক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। দুপুরে আরডি হল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষকলীগ সভাপতি হুমায়ূন কবির রেজা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী, আতাউর রহমান বাবুল, এসকে শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক কাউছার, পৌর আহ্বায়ক আবুল কাশেম রুবেল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক সঞ্জয় রায়।
বিডি প্রতিদিন/এমআই