ঝড় আর শিলা বৃষ্টির তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে শেরপুর সদর, ঝিনাইগাতি ও শ্রীবরদী উপজেলার শতশত একর জমির ধান। মঙ্গলবার ভোরে এই ঝড় ও শিলা বৃষ্টি তাণ্ডব চালায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
এতে ক্ষতিগ্রস্থ হয়েছে গাছপালা, ঘর-বাড়িসহ বিভিন্ন সবজির ক্ষেত। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে শ্রীবরদী উপজেলা। জমির আধাপাকা ধান মাটির সাথে মিশে গেছে। কী পরিমাণ ক্ষতি হয়েছে তা বুঝতে ক’দিন সময় লাগবে বালে জানিয়েছে কৃষি বিভাগ।
জানা গেছে, শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া, ধলা,গাজির থামার, ঝিনাইগাতি ও শ্রীবরদী উপজেলার লংগরপাড়া, কুরুয়া, কুড়িকাহনীয়া, রহমতপুর, জগৎপুর, ঝিনাইগাতি উপজেলার সদর, কাংসা, মালিঝিকান্দার উপর দিয়ে এই কলবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টি বয়ে যায়। উল্লেখিত গ্রামের শত শত একর জমির ধান মাটির সাথে মিশে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। ব্যাপক ক্ষতি হয়েছে সবজি ক্ষেত ও ফলজ গাছের। ঝড়ে বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়া দুপুরের পরে জেলার বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়।
ক্ষয়-ক্ষতির বিষয়ে জেলা কৃষি বিভাগের উপ পরিচালক মুহিত কুমার দে জানান, প্রাথমিক ভাবে সদর উপজেলার কিছু অংশসহ ঝিনাইগাতি ও শ্রীবরদী উপজেলায় প্রায় ৫ হাজার হেক্টর জমির ধান আক্রান্ত হয়েছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরুপণে কাজ চলছে।
বিডি প্রতিদিন/নাজমুল