দৈনিক মজুরী ভিত্তিক শ্রমিকদের নিজস্ব ব্যাংক হিসাব নম্বরে বেতন প্রদান ও অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করনসহ মাষ্টাররোল পদ্ধতি চালুর দাবিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্মরত শ্রমিকেরা মানববন্ধন করেছেন।
আজ মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁওয়ের শীবগঞ্জ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কার্যালয়ের সামনে শ্রমিকেরা মানববন্ধন করেন।
শ্রমিকেরা জানান, কিছু অসাধু অফিসার বিএডিসিকে ধ্বংস করে দিচ্ছে। তারা কোন নিয়মনীতি তোয়াক্কা করেন না। আমরা অনেকবার পরিচালক মহোদয়কে বলেছি আমাদের শ্রমিকদের বেতন যেন ব্যাংক একাউন্টের মাধ্যমে দেওয়া হয়। তিনি আমাদের কথা গুলো আমলে নিচ্ছেন না। তাই আজ আমরা বাধ্য হয়ে মানববন্ধন করছি। আমরা সরকারকে অনুরোধ করছি শ্রমিকদের বেতন যেন ব্যাংকের মাধ্যমে দেওয়া হয় আর অনিয়মিত শ্রমিকদের যেন নিয়মিত করা হয়।
বিডি প্রতিদিন/এএ