ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাবেক সদস্য জহিরুল ইসলাম জুয়েল (৩৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটে তিনি হার্ট অ্যাটাক করেন। পরে পরিবারের সদস্যরা তাকে ফেনী হার্ড ফাউন্ডেশনে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।
জুয়েল ফেনী কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও বর্তমানে ফেনী পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও জেলা যুবলীগের ১ নম্বর সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তান রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন ফেনী ২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, ফেনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জেলা যুবলীগের সভাপতি দাগনভূঞা উপজেলার চেয়ারম্যান দিদারুল কবির রতন, ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফেনী সদর উপজেলার চেয়ারম্যান সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুশেন চন্দ্রশীল, ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি মোজাম্মেল হক বাহার প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই