ময়মনসিংহের তারাকান্দায় রাস্তা পারাপারের সময় একটি গাড়ির চাপায় এক কোলের শিশুসহ মা নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে তারাকান্দা উপজেলার রূপচন্দ্রপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মায়ের নাম হ্যাপি বেগম (৩৫)। তার কোলে থাকা শিশুর নাম রেহেনা (৩)। হ্যাপি বেগম রূপচন্দ্রপুর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যা ৭টার দিকে কোলের শিশুকে নিয়ে রাস্তা পারাপারের সময় হালুয়াঘাটগামী একটি গাড়ি তাদের চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ